Wellcome to National Portal
  • 2023-03-20-12-31-537cfa40422fde10a65b3cee0cc26502
  • 2025-04-21-05-59-c21b15994bbe4271fc3d40b1f62d461c
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মে ২০২১

অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের উচ্ছেদ অভিযান: ভেঙ্গে দেয়া হলো ১২টি স্থাপনা


প্রকাশন তারিখ : 2021-05-25

2021-05-25-12-00-0a56ead7ed5e90a13c4246c001c166eb

2021-05-25-12-00-3d1e100a68887cd17c753e43a36c8579

2021-05-25-12-00-d87f03375c3c097e3f5bcd3557abaf6c

গতকাল ২৫ মে ২০২১ তারিখ সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপ সচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা আনসারের সার্বিক সহযোগিতায় কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় লালদিঘীর পাড় এলাকায় পারভীন আক্তার, স্বামী- হাকিম মিয়া অনুমোদনবিহীন ০৩ তলা বাড়ি, সৈকতপাড়া এলাকায় ঢাকা রেস্তোরা অনুমোদনবিহীন ০১ তলা ভবন, সাংস্কৃতিক কেন্দ্রের সামনে চৌধুরী পার্ক নামে অনুমোদনবিহীন ০২ তলা ভবন এবং একই এলাকায় এস.এস রিসোর্ট নামে অনুমোদনবিহীন ০৩ তলা ভবন নির্মাণ করায় সবগুলো ভবন ভেঙ্গে দেয়া হয়। এ সময় তাদেরকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ হতে অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এছাড়া সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অনুমোদনবিহীন অপর একটি ভবন পুরোপুরি ভেঙ্গে দেয়া হয়।

আরো জানা যায়, বাজারঘাটা প্রধান সড়কের উপর অবৈধভাবে দোকান নির্মাণ করায় ৭টি দোকান ভেঙ্গে দেয়া হয়। উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজ্্ড অফিসার, সহকারী অথরাইজ্্ড অফিসার, ইমারত পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, কক্সবাজারকে একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটন হিসেবে গড়ে তুলতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। তাই পরিকল্পিত নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।